পরীক্ষায় ভালো ফলের পুরস্কার দিতে যাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। দেশের আটটি বিভাগের ৩৪০ কৃতী শিক্ষার্থীকে মেধা বৃত্তি হিসাবে সোমবার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানটি আয়োজন করা হয় কারিগরি শিক্ষা বোর্ডে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন। তিনি ঢাকা ও সিলেট বিভাগের ১০০ মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে এ মেধাবৃত্তি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. ওমর ফারুক। সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান। এছাড়াও বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ বোর্ডের অন্য কর্মকর্তা, বিভিন্ন পলিটেকনিকের অধ্যক্ষ, বিভিন্ন কারিগরি স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষা বোর্ড এ বছর ২০২১ খ্রিষ্টাব্দের বিভিন্ন কারিকুলামের বিভিন্ন ট্রেড/ টেকনোলজিতে পরীক্ষায় সর্বোচ্চ ভালো করা এ ৩৪০ জনকে প্রথমবারের মতো এ মেধাবৃত্তি প্রদান করে। মেধাবৃত্তি হিসাবে প্রত্যেক ছাত্রছাত্রীকে নগদ পাঁচ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়। তা ছাড়া এসিসিএ নামের একটি প্রতিষ্ঠান তাদের সবাইকে একটি করে গিফট হ্যাম্পার প্রদান করে।