৩৬ দিন পর খুললো নড়াইলের সেই কলেজ, যাননি অধ্যক্ষ-শিক্ষার্থীরা

নড়াইল প্রতিনিধি |

দীর্ঘ ৩৬ দিন পর আজ রোববার খুলেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় বন্ধ হয়ে যাওয়া নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ। তবে স্বপন কুমার বিশ্বাস এদিন কলেজে যাননি। এমনকি কোনো শিক্ষার্থীও যাননি। এদিকে কলেজ খোলার দেওয়ার প্রথমদিন প্রশাসনের কর্মকর্তারা শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার রাতে হঠাৎ সিদ্ধান্তে কলেজ খোলা হয়েছে বলে অনেকেই ছিলেন না বলে জানিয়েছেন পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী।

এদিকে ঘটনার দিন তিন শিক্ষকের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় রিপন নামে কলেজের আরেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আগেই গ্রেফতার শিক্ষার্থী রায়হানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

গত ১৮ জুন ফেসবুকে মহানবী (সা.)-কে অবমাননার এক ঘটনার পরিক্রমায় কলেজটির অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশ ও কয়েকশ মানুষের সামনে জুতার মালা পরানো হয়। একাধিক শিক্ষকের মোটরসাইকেলে আগুনও দেওয়া হয়। এই ঘটনা নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হওয়ার পর কলেজ বন্ধ হয়ে যায়।

রোববার কলেজ খোলার প্রথম দিনে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী সকাল ১০টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পৌঁছান। ওই সময় তার সঙ্গে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদুল ইসলাম এবং স্থানীয় মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ছিলেন।

জুবায়ের হোসেন বলেন, দীর্ঘ বন্ধের পর আজ কলেজ খুলেছে। কলেজ কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের মোবাইল ফোনে খবর দিতে বলা হয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যেই শিক্ষার্থীরা কলেজে আসবে। প্রথমে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে একাদশ ও ডিগ্রি পর্যায়ের ক্লাস শুরু হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, রোববার দুপুর ১২টার দিকে আমরা খবর পাই আজ কলেজ খুলছে এবং কলেজে যেতে হবে। তারপর আমরা আসি।

এদিকে ওই ঘটনার পর থেকে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজের পার্শ্ববর্তী গ্রাম বড়কুলায় নিজ বাড়িতে ফেরেননি। নড়াইল শহর অথবা শহরতলিতে কোনো স্বজনের বাড়িতে রয়েছেন তিনি। অধ্যক্ষের বাড়িতে তার মা, বাবা, স্ত্রী ও তিন মেয়ে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহামুদুর রহমান জানান, ওই ঘটনায় কলেজটির একাদশ শ্রেণির এক ছাত্রকে শনিবার রাতে সিঙ্গাড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শিক্ষকদের মোটরসাইকেল পোড়ানোয় তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তবে বয়স সাড়ে ১৬ বছর হওয়ায় তার রিমান্ড আবেদন করা হয়নি।

এ ছাড়া আগেই গ্রেফতার দ্বাদশ শ্রেণির ছাত্র রায়হানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা। সোমবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন পর্যন্ত এ মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। 

মির্জাপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অচিন চক্রবর্ত্তী বলেন, শনিবার রাত ৯টার পর কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ সিদ্ধান্ত হওয়ায় সবাই সময়মতো জানতে পারেননি। অধ্যক্ষ কয়েক দিন ছুটিতে থাকবেন, তারপর কলেজে যাবেন।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039000511169434