অবৈধভাবে একাধিক বিষয়ের পরীক্ষক হিসেবে খাতা মূল্যায়ন করায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৩৮ পরীক্ষককে সতর্ক করা হয়েছে।
রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় নিম্ন লিখিত পরীক্ষকদের এক বিষয়ের খাতা মূল্যায়নের নিদের্শনা থাকা সত্ত্বেও তথ্য গোপন করে একাধিক বিষয়ের পরীক্ষক হিসেবে খাতা মূল্যায়ন করেছেন। ফলে তাদেরকে সতর্ক করা হলো। এতে আরো বলা হয়, এসব শিক্ষকদের এক বিষয়ের পরীক্ষক হিসেবে খাতা মূল্যায়নের পারিশ্রমিক দেয়া হয়েছে।
এ বিষয়ে বোর্ড থেকে কোনো প্রকার যোগাযোগ করা হবে না। যদি কেউ করে সেজন্য বোর্ড অবগত নয় বলেও বলা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন দৈনিক শিক্ষাডটকম।