৪০০ শিক্ষার্থীর হাজিরা নেই, তবুও পরীক্ষায় বসতে দিতে হবে!

দৈনিকশিক্ষা ডেস্ক |

ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সাউথ সিটি কলেজ। ৬০ শতাংশ হাজিরা না থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন প্রথম বর্ষের পড়ুয়ারা। পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে গোলপার্কের মোড়ে পথ অবরোধ চলছে। গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে রবীন্দ্র সরোবর থানা ছাড়া, আশপাশের আরও কয়েকটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

কলেজ সূত্র খবর, বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের প্রায় চারশো জনের হাজিরা ৬০ শতাংশের কম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাঁরা কেউ পরীক্ষায় বসতে পারবেন না। এই বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁরা দাবি জানান, যে কোনও উপায়ে তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে।

কিছুদিন আগে হাজিরা এবং তোলাবাজির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল বেহালা কলেজ। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যেতে হয়েছিল কলেজে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলেজে ন্যূনতম হাজিরা না থাকলে কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ক্লাস করতে হবে। কিন্তু তা সত্ত্বেও কলেজে কলেজে এ নিয়ে ছাত্র বিক্ষোভ চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই নাম জড়়িয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের।

টাকার বিনিময়ে পরীক্ষায় বসিয়ে দেওয়ার যেমন অভিযোগ উঠেছে। তেমনই ঠিকমতো হাজিরা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন হেরম্বচন্দ্র কলেজের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ক্লাস চলাকালীন সাদা কাগজে হাজিরা নিয়ে যেতেন অধ্যাপকেরা। পরে তা হাজিরার খাতায় তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। এখন দেখা যাচ্ছে, বহু ছাত্রের হাজিরা দেওয়া হয়নি। না হলে চারশো থেকে সাড়ে চারশো পড়ুয়া ক্লাস করেনি এটা হতে পারে না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ।

 

সূত্র: আনন্দবাজার


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0023670196533203