৫৪ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে জাবি

জাবি প্রতিনিধি |

‘মুক্তির আলোয় আলোকিত ভুবন’ শিরোনামে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে ৫৪ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে  সম্মাননা স্মারক প্রদান করার প্রস্তুতিও সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়।

স্মারক প্রদান করা ছাড়াও এই আয়োজনে আরো থাকছে ৫টি মঞ্চনাটক প্রদর্শন, জাগরণের গান ও আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, আর্ট ক্যাম্প ও মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী। ৭ দিনের এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে বাংলাদেশের বহু ঐতিহাসিক নাটক আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জায়গা সেলিম আল দীন মুক্তমঞ্চে।

এই আয়োজনের অংশ হিসেবে ২৫শে মার্চ সম্মাননা স্মারক পাবেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনর রশীদ, ক্যান্সার ঔষধ প্রস্তুতকারক এবাদুল করিম বুলবুল, প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মণি এমপি, শিক্ষাবিদ অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, অর্থনীতিবিদ ড. মহীউদ্দিন খান আলমগীর। মরণোত্তর সম্মননা প্রদান করা হবে নাট্যাচার্য সেলিম আল দীন, হুমায়ুন ফরিদী, আবদুল্লাহ আল মামুন, সৈয়দ শামসুল হক।

এছাড়া নাট্যকার লাসিমা শিরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পদাতিক নাট্য সংসদের প্রধান নির্বাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ড. মো. মতিউর রহমান, বীর প্রতীক তারামন বিবি, বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম।

২৬ শে মার্চ সম্মাননা স্মারক পাবেন, রানা প্লাজার দুর্ঘটনায় চিকিৎসা সহায়তার জন্য এনাম মেডিকেল কলেজ ও হাসাপাতাল, ভাস্কর জাহানারা পরভীন, মুক্তিযুদ্ধ গবেষক মেজর অব. শামসুল আরেফিন ও নারী নেতৃত্ব সিমীন হোসেন রিমি এমপি।

২৭ শে মার্চ অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার, ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটর ডা. এম এ হাসান, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান, থিয়েটার (বেইলী রোড) এর প্রধান নির্বাহী, আইটিআইটি বিশ্ব সভাপতি (সম্মানিক) রামেন্দ মজুমদারকে।

২৮শে মার্চ পাবেন, সাংবাদিক মনজুরুল হাসান বুলবুল, বধ্যভূমি আবিষ্কারক ডা. মো. আবুল হোসেন, রসায়নবিদ (মরেণোত্তর) অধ্যাপক ড. সৈয়দ শফিউল্লাহ, থিয়েটার আর্ট ইউনিটের প্রধান নির্বাহী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক।

২৯ শে মার্চ পাবেন, মরণোত্তর আলোক কুমার রায়, প্রথম নির্বাচিত নারী মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, ভাষাসংগ্রামী আহমদ রফিক, মরণোত্তর শহীদ সাংবাদিক সিরাজ উদ্দীন হোসেন, নটপালার নির্দেশক বিধান চন্দ্র সিন্হা, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল মান্নান এবং জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম।

৩০ শে মার্চ অভিনেতা শিমুল ইউসুফ, অভিনয় শিল্পী ও নাট্যনির্দেশক তারিক আনাম খান, কবি, নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা, শহীদ বুদ্ধিজীবী মরনোত্তর ডা. আব্দুল আলীম চৌধুরী, প্রধান নির্বাহী- বহুরূপী (ময়মনসিংহ) শাহাদাত হোসেন হিলু, উত্তরাধিকার-চট্টগ্রামের প্রধান নির্বাহী, কবি মোহাম্মদ রফিক, নারী ক্রিড়াবিদমাহাবুব আরা বেগম গিনি এমপি  ও কবি ড. মোহাম্মদ সাদিক।

সর্বশেষ ৩১ শে মার্চ পাবেন, সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর, মরণোত্তর মিশুক মুনির, রাজনীতিবিদ এ কে এম এনামুল হক শামীম, অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, আবৃত্তিকার হাসান আরিফ, জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও অভিনেতা আসাদুজ্জামান নূর প্রমুখ।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণ ঘটিয়ে ২৫শে মার্চকে আন্তর্জাতিক ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের জাতীয় দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের প্রক্রিয়াকে তরান্বিত করার প্রয়াসে এই আয়োজন গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0027871131896973