দৈনিক শিক্ষাডটকম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণ বাজানো বন্ধ ও কটূক্তির অভিযোগে তৌফিকুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করা হয়েছে।
জানা যায়, তিনি ওই কলেজের আরবি বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার বিকেলে শিক্ষক তৌফিকুল ইসলামকে আটক দেখানো হয় বলে নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ওসি সুমন কুমার।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে জামবাড়িয়া ডিগ্রী কলেজে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছিল। এসময় তৌফিকুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে নানান কটূক্তি করে মাইক বন্ধ করে দেন। এঘটনায় কলেজের অন্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে এসে ঘটনার প্রতিবাদ জানায়।
পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে তৌফিকুল ইসলামকে আটক দেখানো হয়।
কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন জানান, জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি ও তার ৭ ই মার্চের ভাষণ বন্ধ করে তৌফিকুল ইসলাম চরম অপরাধ করেছেন।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলার এজাহার পেলে তৌফিকুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি সুমন কুমার।