৯৫ শতাংশ মানুষ মাস্ক পরলে লকডাউন প্রয়োজন হয় না : ডব্লিউএইচও

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাস মোকাবিলার সহজ ব্যবস্থা আমাদের হাতেই রয়েছে। এগুলো হলো মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা। জনগণের ৯৫ শতাংশ মাস্ক পরলে সেখানে লকডাউনের প্রয়োজন হয় না।

সংস্থার ইউরোপের পরিচালক হান্স ক্লুগ গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন। তিনি সবাইকে এই নতুন ধারার জীবনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। এদিকে সংস্থাটির জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবিলা অবশ্যই টিকা (ভ্যাকসিন) ছাড়াই করতে হবে। কারণ, এ সময়ের মধ্যে প্রতিষেধক এসে পৌঁছাবে না।

রায়ান বলেন, কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছেন। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তাহলে করোনার সংক্রমণ শূন্য পর্যায়ে পৌঁছাবে না। ভ্যাকসিনকে একক কোনো জাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না। টিকা তৈরিতে সাফল্য পাওয়ার পর যে কোনো জায়গায় উল্লেখযোগ্য

পর্যায়ে সবার কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয় মাস সময় লাগতে পারে। অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে এবং তা চলবে। আমাদের ভ্যাকসিন ছাড়াই সংক্রমণের চূড়া মোকাবিলা করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুসও একই সুরে কথা বলছেন। গত সোমবার তিনি বলেন, করোনার টিকা নিজে থেকে মহামারি থামিয়ে দেবে না। আমাদের কাছে যেসব সরঞ্জাম রয়েছে, টিকা তার পরিপূরক হতে পারে, প্রতিস্থাপক নয়। টিকা নিজ থেকে কখনও মহামারির সমাপ্তি ঘটাবে না। তিনি এমন সময়ে এই মন্তব্য করেন, যখন দুটি প্রতিষ্ঠান তাদের টিকার কার্যকারিতার বিষয়ে প্রাথমিক বিশ্নেষণের ফল ঘোষণা করেছে।

মাঝে খানিকটা কমে এলেও অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। এর মধ্যেই বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি টিকার কার্যকারিতা বিষয়ে আশাব্যঞ্জক তথ্য প্রকাশিত হয়েছে। সম্প্রতি ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে, তাদের তৈরি করোনা টিকা ৯০ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক কোম্পানি মডার্নার দাবি, তাদের তৈরি টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024640560150146