দেশের নয়টি জেলায় নতুন জেলা শিক্ষা কর্মকর্তা পদায়ন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। যশোর, মেহেরপুর, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বাগেরহাট ও নীলফামারী জেলায় নতুন জেলা শিক্ষা কর্মকর্তা পদায়ন দেয়া হয়েছে। আর চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তাকে সাতক্ষীরার একটি সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে।
সোমবার ৯ জেলায় নতুন জেলা শিক্ষা কর্মকর্তা পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন মেহেরপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন। মেহেরপুরের জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দীন, মুন্সীগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন ফরিদপুরের বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন।
গাজীপুরের জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন টাঙ্গাইলের জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, টাঙ্গাইলের জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন গাজীপুরের জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
নারায়ণগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন কুমিল্লার জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ ফারুকী। কুমিল্লার জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন ময়মনসিংহের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বাগেরহাটের জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন নড়াইলের জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়দুর রহমান। নীলফামারীর জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন বগুড়ার সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদুজ্জামান।
আর একই প্রজ্ঞাপনে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে পদায়ন দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।