‘অধিভুক্ত না হয়েও মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করানো সুস্পষ্ট অপরাধ’

নিজস্ব প্রতিবেদক |

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না হয়েও শিক্ষার্থী ভর্তি করানো মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সুস্পষ্ট অপরাধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির। 

সম্প্রতি মুঠোফোনে এ কথা বলেন তিনি। 

অধ্যাপক ইউসুফ ফকির বলেন, ‘অধিভুক্ত না হয়েও শিক্ষার্থী ভর্তি করানো সুস্পষ্ট অপরাধ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলে বিএমডিসিসহ সংশ্লিষ্ট অংশজনদের সহযোগিতায় এসব কলেজের তালিকা সংগ্রহ করে তাদেরকে বাদ করার উদ্যোগ নেওয়া হবে। শর্তগুলো পূরণ না করলে কেন তাদের জিইয়ে রাখবো? মেডিক্যাল কলেজগুলো নিয়মিত পর্যবেক্ষণের উদ্দেশ্যই হলো, মান যেন বজায় থাকে। পর্যাপ্ত শিক্ষক আছে কিনা, বই আছে কিনা, রোগী আছে কিনা—এসব নিশ্চিত না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আড়াইশ’ শয্যার হাসপাতালে যদি দুইশ’ রোগীও না থাকে, তাহলে ছেলে-মেয়েরা কোথা থেকে শিখবে?’

এ ধরনের অনিয়ম বন্ধে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এক পক্ষ মামলা করলে আরেক পক্ষকে তৎপরতা দেখাতে হবে। আমাদেরকে আদালতে গিয়ে বোঝাতে হবে যে, তারা শর্তগুলো পূরণ করে না বলেই বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি আদালতকে বোঝাতে ব্যর্থ হলে, এর দায় তো আমার। আমাদেরকে ভালো আইনবিদ নিয়োগ দিতে হবে।  এ ছাড়াও অনুমোদনহীন কলেজের নাম উল্লেখ করে আমাদের বিজ্ঞাপন দেওয়া উচিত যে, এখানে শিক্ষার্থী ভর্তি করাবেন না। তা না হলে গ্রামের পয়সাওয়ালা একজন মানুষ তো অনুমোদনহীন কিংবা মানহীন বিষয়টি বুঝবেন না। তিনি তার সন্তান ভর্তি করিয়ে প্রতারিত হবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ দায়িত্ব এড়াতে পারে না।’

দায়িত্ব পেলে মেডিক্যাল শিক্ষার্থীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, এ লক্ষ্যে যেসব বিষয় অগ্রাধিকার পাবে সেগুলো হলো: ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা, মেডিক্যাল শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি। 

প্রসঙ্গত, শর্ত পূরণ করতে না পারায় এরই মধ্যে একাধিক মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করেছে কর্তৃপক্ষ। সেগুলো হলো: ১. কেয়ার মেডিক্যাল কলেজ, ২. আইচি মেডিক্যাল কলেজ, ৩. নর্দান মেডিক্যাল কলেজ, ৪. রংপুর নর্দান মেডিক্যাল কলেজ, ৫. নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ ও ৬. শাহ মাখদুম মেডিক্যাল কলেজ, রাজশাহী। এ ছাড়াও তালিকায় আরও একটি মেডিক্যাল কলেজ রয়েছে।

জানা গেছে, অনুমোদন না থাকলেও কোনো কোনো বেসরকারি মেডিক্যাল কলেজ আদালতের নোটিস দেখিয়ে শিক্ষার্থী ভর্তি করাচ্ছে। 


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025351047515869