বিশিষ্ট মনোবিদ ও শিশুসাহিত্যিক ফাহমিদা মঞ্জু মজিদের ‘কী চাই’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শান্তিনগরে দেশের প্রথম চেইন বুকশপ পিবিএস ভবনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড. সৈয়দ আনোয়ারুল হাফিজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক মোনায়েম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম ও নিমা রহমান, নাট্যকার, লেখক ও সংগঠক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, গ্রন্থাগারিক সফুরন আরাসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা।
অতিথিরা আলোচনায় ফাহমিদা মঞ্জু মজিদের সৃষ্টিশীল জীবন ও প্রকাশিত গ্রন্থটির নানাদিক তুলে ধরেন। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন শিশুদের মনোজগৎকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে ‘কী চাই’ গল্পগ্রন্থের গুরুত্ব নিয়ে কথা বলেন বক্তারা।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড থেকে প্রকাশিত কিশোরপাঠ্য গল্পগ্রন্থটির অলংকরণ ও প্রচ্ছদপট অংকন করেছেন জ্যোৎস্না মে সিজার।