‘কোচিংয়ের বিকল্প হিসেবে টিভিতে ক্লাস প্রচারের কথা ভাবছে সরকার’

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, করোনা মহামারির মধ্যে সংসদ টিভিতে শিক্ষার্থীদের জন্য ক্লাস প্রচার করা হচ্ছে। শুধু করোনার সময়ই নয়, মহামারি পরবর্তী সময়ে বিভিন্ন অনলাইন ও টিভি ব্যবহার করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চিন্তা সরকারের আছে। টিভিতে প্রচারিত ক্লাস প্রাইভেট কোচিংয়ের বিকল্প হিসেবে ব্যবহারে চিন্তা করছে সরকার। একইসাথে শিক্ষার প্রকল্পগুলোতে অনলাইনে পাঠদানে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে শিক্ষামন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবেই কাজ করছি। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

মো. মাহবুব হোসেন আরও বলেন, কলেজ সরকারিকরণের আদেশ জারির দিন থেকেই শিক্ষক কর্মচারীদের আর্থিক সুবিধা দেয়ার চেষ্টা চলছে। আমরা ইতোমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই এ বিষয়ে একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরও একটি প্রস্তাব আমরা পাঠাবো। 

সচিব আরও বলেন, সরকারিকৃত কলেজগুলোর প্রজ্ঞাপন দুই বছর আগে জারির পর শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের কাজ শেষ হয়নি। এ কলেজগুলো থেকে অনেক শিক্ষক-কর্মচারী অবসরে চলে যাচ্ছেন। প্রচলিত বিধি অনুসারে শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণের আদেশ জারির দিন থেকে আর্থিক সুবিধা পান। কিন্তু এরফলে সরকারিকরণের পর অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। এ জটিলতা নিরসনেই আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আলোচনা চালাচ্ছি। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এমপিও নীতিমালা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। আমরা নীতিমালার সংশোধনী প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আশা করছি আগামী মাসে সংশোধিত নীতিমালা জারি করা হবে। পরিমার্জিত নীতিমালা জারির পর নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নেয়া হবে। 

তিনি আরও বলেন, আগের এমপিও নীতিমালায় কিছু অসঙ্গতি ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কয়েক দফায় এ নিয়ে আলোচনা করেছি। কর্মকর্তারা কয়েকদফা আলোচনা করে একটি খসড়া তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করতেও কয়েক দফা সভা হয়েছে। আশা করছি নীতিমালা ও জনবল কাঠামোর অসঙ্গতি দূর হবে। 

আরও পড়ুন: ‘সরকারিকরণের আদেশ জারির দিন থেকে শিক্ষকদের আর্থিক সুবিধা দেয়া চেষ্টা চলছে’

শিক্ষামন্ত্রী আরও বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানানো হবে। পরীক্ষা সম্পর্কিত প্রতিটি বিষয় আমরা পর্যালোচনা করছি। বেশ কিছু অপশন আমাদের হাতে আছে। তবে, আমরা চাই আমাদের পরীক্ষার্থীরা যেন ভবিষ্যতে কোনভাবেই ক্ষতিগ্রস্থ না হয়। তাই, সার্বিক দিক পর্যালোচনা করা হচ্ছে। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন। 


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025310516357422