‘গবেষণার মাধ্যমে রসায়নবিদরা টেকসই উন্নয়নে সহায়তা করবেন’

জবি প্রতিনিধি |

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রসায়নবিদরা তাদের গবেষণার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও স্বাস্থ্যে পরিপূর্ণতার মাধ্যমে টেকসই উন্নয়নে সহায়তা করবেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘রসায়নের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘কনফারেন্সের মূল বিষয় স্বাস্থ্য ও কল্যাণে রসায়ন, যা পুরো বিশ্বের অন্যতম চাহিদা। বাংলাদেশের উন্নত অর্থনীতি ও টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের গবেষণা জরুরি। আর এজন্য দেশের সব রসায়নবিদকে এগিয়ে আসতে হবে। দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হবে।’

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। যার বেশির ভাগই আমাদের নানা সমস্যা সমাধানে কৃষি ও শিল্পখাতে ব্যাপক ভূমিকা রাখবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট মো. আবুল করিম, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ, পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন আইসিআরএসির সাংগঠনিক সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক। 

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান এবং যুক্তরাজ্যের গবেষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশ নেন।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027859210968018