দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ‘দ্বিতীয় ডিআরএমসি ন্যাশনাল বিজনেস কার্নিভাল-২০২৪’ এর সমাপনী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
উল্লেখ্য, গত ৯ মে শুরু হওয়া তিনদিনব্যাপী এ কার্নিভালে বিজনেস ডিবেট, বিজনেস কেস স্টাডি, বিজনেস অলিম্পিয়াড, গেস দ্যা লোগো, সেল মি দিস, প্রোডাক্ট ফটোগ্রাফি, বিজনেস বেজড ওয়াল ম্যাগাজিন, স্ক্রাপবুক ও স্টার্ট আপ বিজনেস আইডিয়াসহ ১৫টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল, কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সহযোগী অধ্যাপক ও কার্নিভালের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা এবং ডিআরএমসি বিজনেস এণ্ড ক্যারিয়ার ক্লাবের মডারেটর ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আহসানুল হক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিরা, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যবসায় উদ্যোক্তা হয়ে ৪র্থ শিল্প বিপ্লবে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ খ্রিষ্টাব্দের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করতেই এই বিজনেস কার্নিভালের আয়োজন করা হয় বলে জানানো হয়।