বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র-জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর কর্মী সম্মেলন ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কাঠপট্টিস্থ জেলা কার্যালয়ে এ সভা হয়।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জেলা কমিটির সভাপতি ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা আলহাজ্ব মো. সোহরাব হোসেন এতে সভাপতিত্ব করেন।
জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. আব্দুস সোবাহান মাস্টার, কার্তিক চন্দ্র হালদার, মিজান তালুকদার সহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের লুটেরাদের বিচারের আওতায় আনতে হবে। বিদেশে পাচারকারীদের কাছ টাকা ফেরত এনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিগত সরকারের আমলে প্রতিটি স্তরে যারা দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিডিয়ার হত্যার বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যার শহীদ হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে আজীবন ভাতা দিতেও সরকারের কাছে দাবী জানান।
পীরগঞ্জের শহিদ আবু সাইদসহ ছাত্র আন্দোলনের সকল শহিদের জন্য আল্লাহর কাছে দোয়া ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এ সভায়।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. সোহরাব হোসেন বলেন, যারা দেশের সম্পদ লুট করেছে, বিদেশে সম্পদের পাহাড় গড়েছেম তাদের প্রত্যেকে বিচার এই সরকারের আমলেই করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় দেশ দুই বার স্বাধীন হয়েছে । এই স্বাধীনতা যেনো কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে অনুরোধ জানাচ্ছি।
সোহরাব হোসেন আরও বলেন, ১৯৭১ খ্রিষ্টাব্দের ২ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। তিনি গত ২০২৩ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমারা আবারও স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা ও বিজয় যেকোন মূল্যে অক্ষুন্ন রাখতে হবে। আমারা আমাদের দলকে আরও সুসংগঠিত কররো, বলেন এ জেএসডি নেতা।