দৈনিকশিক্ষাডটকম, ঝালকাঠি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনে প্রমাণিত হয়েছে বাংলার মানুষ শান্তিপ্রিয়। তারা সাংবিধানিক ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও দুরদর্শীতার কারণে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠির রোনালসে রোডে নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বর্ষীয়ান এ নেতা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, জনগণ স্বতুফূর্তভাবে স্বইচ্ছায় ভোট দিয়েছে। নৌকায় ভোট দেয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
ঝালকাঠি ২ (নলছিটি ও ঝালকাঠি সদর) আসনে আমির হোসেন আমু নৌকা প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নাসির উদ্দিন এমরান পেয়েছেন ৪ হাজার ৩১৪ ভোট।