প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই শিক্ষকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি বলেছেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ঢাকায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে যদি বিশাল সমাবেশের আয়োজন করতে পারি তাহলে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে আশা করছি শিক্ষকদের দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ হবে। তিনি শিক্ষকদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।
শুক্রবার সকালে গোপালগঞ্জের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিটিএর সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ কাওছার আরো বলেন, যে যেখান থেকে যা কিছুই বলুক না কেনো আগামী অল্প সময়ের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হতে যাচ্ছে। বিগত দিনের আন্দোলনের সফলতা আসবেই। ষড়যন্ত্র করে এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিএর সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম, ফরিদপুর অঞ্চলের সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাহে আলম, সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছাড়, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালয়নায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক আনিচুর রহমান ও দপ্তর সম্পাদক সাগর সরকার।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন