মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের ব্যবস্থা করে দিয়েছেন। এ সুযোগ একজনের পক্ষেই দেয়া সম্ভব হয়েছে, যিনি চান এ জাতি শিক্ষিত হোক, তিনি আর কেউ নন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারী নীতি প্রণয়ন করতে হবে।
রোববার সকালে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আর আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার সময়ে ওই যে মন্ত্রী ছিল জামায়াতের আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদী। তারা বলতেন নারীদেরকে ঘর থেকে বের করা যাবে না। নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে। ওই জামাতিরা ক্ষমতায় আসলে নারীদেরকে শিক্ষিত হতে দিতো না। নারীদেরকে পিছনে রেখে একটা জাতি কোনদিনও এগিয়ে যেতে পারে না ।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, সুন্দর জীবনে এগোতে হলে লেখাপড়াটা ভালোভাবে করতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
এবছর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ লাখ ৬ হাজার ৫১১ কপি ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লাখ ৭০ হাজার ৫৬৩ কপি এবং মাদরাসায় ৪ লাখ ৫৪ হাজার ৫৬৪ কপি বই বিতরণ করা হয়েছে। ২ লাখ ২৮ হাজার ৩৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বই বিতরণ করা হয়।