‘পড়ালেখা ইনোভেশনমূলক হতে হবে’

রাজশাহী প্রতিনিধি: |

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিফ ইনোভেশন অফিসার ও অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) ড. অরুণা বিশ্বাস বলেছেন, ‘শিক্ষার্থীদের এখন প্রধান কাজ পড়ালেখা করা। পড়ালেখা ইনোভেশন মূলক হতে হবে।’ আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজশাহী কলেজের চলমান উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।   

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অরুনা বিশ্বাস বলেন, ইনোভেশনের সাথে এখনি তোমাদের পরিচিতি দরকার। আমরা লেখাপড়া করবো একটা চাকরি পাবো। বাবা-মাকে খাওয়াবো, বোনদের বিয়ে দিবো। ভালোভাবে বেঁচে থাকবো, এটাই এতোদিন আমাদের প্রত্যাশা ছিলো। কিন্তু  এখন আমরা সেই চিন্তা করি? আমরা এখন ওই চিন্তুগুলো থেকে বের হয়ে এসেছি। 

ড. অরুণা বিশ্বাস আরো বলেন, রাজশাহী কলেজের সার্বিক অবস্থা অত্যন্ত ভাল। পড়ালেখার পরিবেশ চমৎকার। অভিজ্ঞ শিক্ষকরা  পরিশ্রম করে পাঠদান করাচ্ছেন। এছাড়াও এসডিজি-৪ পূরণের জন্য এই কলেজ সর্বদা পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক হওয়ায় কলেজের ফলাফলও ভাল বলে তিনি উল্লেখ করেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার জন্য অধ্যক্ষসহ সকল শিক্ষকের প্রতি আহবান জানান তিনি।

এসময় ড. অরুণা বিশ্বাস বিভাগগুলোর মাল্টিমিডিয়া ক্লাসরুম, উচ্চ মাধ্যমিকের দ্বাদশ বিজ্ঞান ও মানবিক বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ ও তথ্য ও প্রযুক্তি বিভাগের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইনোভেশন টিমের সদস্য সচিব ও উপসচিব জাকিয়া পারভীন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসেন, উপ-পরিচালক শরমিন ফেরদৌসী চৌধুরী, রাজশাহী কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও প্রোগামার মিঠু গাঙ্গুলীসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0036060810089111