দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের টানে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া তিন কিশোরীকে ১০ দিন পর পাওয়া গেছে। রাজধানীর মেরাদিয়া এলাকা থেকে নিখোঁজ হয়েছিল ওই তিন কিশোরী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
খিলগাঁও থানার এসি আবদুল্লাহ আল মামুন ওই তিন কিশোরীর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল্লাহ আল মামুন জানান, বিটিএসের ভাবধারায় বেড়ে উঠতে নিজেরা স্বেচ্ছায় বাসা থেকে পালিয়ে যায়। গার্মেন্টেসে কাজ করার জন্য বাসা থেকে প্রয়োজনীয় কাগজপত্রও এনেছিল। তারা জিমে ভর্তি হয়ে কোরিয়ার লাইফস্টাইল রপ্ত করার চেষ্টাও করেছিল।
এর আগে গত ২৯ জানুয়ারি বাড়ি ছেড়ে যায় রাজধানী মেরাদিয়া এলাকার তিন বান্ধবী। সিসি ক্যামেরায় দেখা যায়, রিকশায় করে যাওয়ার দৃশ্য। এরপর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
কিশোরীদের পরিবার জানায়, বেশিরভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএস এর বিভিন্ন ভিডিও দেখতো। বাড়ি ছাড়ার আগে এক কিশোরীর একটি চিঠিও পাওয়া গেছে, যেখানে বিটিএস তারকাকে বিয়ের ইচ্ছার কথা লেখা রয়েছে।