‘বিসিএস পাস করেও গোয়েন্দা প্রতিবেদনের কারণে অনেকের চাকরি হয়নি’

নিজস্ব প্রতিবেদক |

গোয়েন্দা প্রতিবেদনের কারণে বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করেও অনেকের চাকরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

শামীম পাটোয়ারী বলেন, ‘৩৫তম বিসিএসে ৩৪ জন, ৩৬তম বিসিএসে ৬৯ জন এবং ৩৭তম বিসিএসে ৬১ জনের চাকরি হয়নি। কেন হয়নি, তারা এটাও জানে না। তাদের বাপ-দাদা চৌদ্দ পুরুষের প্রতিবেদন দেখা হয়েছে। কিন্তু সেখানে কী প্রতিবেদন দেওয়া হয়েছে, আমি জানি না।’

জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আইনজীবী দম্পতি সোহাবুল ইসলাম রনি ও ইয়াসিন জাহান নিশানকে রিমান্ডে নেওয়ায় সংসদে বিস্ময় প্রকাশ করে শামীম বলেন, ‘পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটা বিবৃতি দেওয়া হলো, ওই ঘটনার সব সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। অথবা গোপন ক্যামেরায় ধারণ করেছে। গোপন ক্যামেরায় ধারণ করলে রিমান্ড কেন লাগবে। এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে যাচ্ছে। রিমান্ড তখনই লাগে—অধিকতর তদন্ত ও জব্দ করার জন্য। কিন্তু এখানে কিছুই লাগত না, সেখানে রিমান্ড মঞ্জুর খুবই দুঃখজনক।’

বাজেট প্রসঙ্গে জাপার এই সংসদ সদস্য বলেন, চলতি অর্থবছরে সরকার অনুমোদিত বাজেটের চেয়ে ১১ হাজার কোটি টাকা বেশি ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এ ক্ষেত্রে সংসদের আগাম অনুমতি নেওয়া হয়নি। সব টাকা যদি সরকারই ঋণ নিয়ে নেয়, তাহলে জনগণ কী নেবে। এ কারণেই অনেক উন্নয়ন হলেও মানুষের ক্রয়ক্ষমতা বাড়েনি। 

বাংলাদেশের কোনো কোনো জায়গায় ২০০ গুণ বৈষম্য রয়েছে দাবি করে শামীম পাটোয়ারী বলেন, কুড়িগ্রামের চর রাজিবপুরে দারিদ্র্যের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। আর গুলশানে শূন্য দশমিক ৪ শতাংশ। এর কারণ হচ্ছে বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী খুব একটা রংপুর বিভাগে যাননি।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041930675506592