‘ভিজে খাল পার হয়ে স্কুলে যেতে হয়’

সিরাজগঞ্জ প্রতিনিধি |

রায়গঞ্জ উপজেলার বেংনাই উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আছে। শিক্ষার্থী-শিক্ষকও আছে। কিন্তু বিদ্যালয়ে যাওয়ার নেই কোনো রাস্তা। তারপরও কোমলমতি শিক্ষার্থীরা পানিতে ভিজে খাল পার হয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করছে।  

সরেজমিনে জানা যায়, ওই স্কুলে যাওয়ার জন্য ২০১৪-১৫ অর্থবছরে খালের উপর নির্মাণ করা হয়েছিল একটি কালভার্ট।  কিন্তু সেটি কোনো কাজে আসছে না।  কালভার্টটির উভয় পাশে এখনও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। বর্ষায় কালভার্টটির উভয় দিকে পানিতে ভরে যায়। এ কারণে ওই স্কুলে ১৮৫ জন শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. উম্মে জান্নাত বলেন, কালভার্টটির সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকদের খুবই কষ্ট হচ্ছে। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুর রহিম মাস্টার দৈনিক শিক্ষাকে বলেন,  পাকা সড়ক থেকে বিদ্যালয় মাত্র ১০০ গজ দূরে অবস্থিত হলেও শিক্ষার্থীদের একটি খাল পার হয়ে ক্লাস কক্ষে যেতে হয়। বৃষ্টির মৌসুমে ওই খাল পানিতে ভরে গেলে ২ থেকে ৩ কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।  এ কষ্ট লাঘবের জন্য নির্মাণ করা হলেও কালভার্টটি কোনো কাজেই আসছে না।

  

এ ব্যাপারে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আবদুস সালাম দৈনিক শিক্ষাকে বলেন, কালভার্টটি নির্মাণের সময় মাটি ফেলে রাস্তা করার জন্য শ্রমিকের জন্য মজুরির বরাদ্দ থাকলেও বাইরে থেকে মাটি ক্রয় করার জন্য অর্থ বরাদ্দ ছিল না। ৫ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, কাপড় ভিজে বই বাঁচিয়ে খাল পার হয়ে স্কুলে যেতে হয় আমাদের। আবার যখন পানিতে খাল ভরে যায় তখন অনেক পথ ঘুরে যেতে হয়। ৪র্থ শ্রেণির ছাত্র ইলিয়াস, হেনা খাতুন, ছাত্র তোফায়েল আহমেদসহ অনেক শিক্ষার্থী একই কথা বলে। 

পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোক্তার হোসেন ও লুৎফর রহমান বলেন, এ রকম অপ্রত্যাশিত প্রতিকূল পরিবেশ কারও কাম্য নয়।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান দৈনিক শিক্ষাকে বলেন, রাস্তার বিষয়টি আমাদের না।  


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026710033416748