দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী : ‘কোনো স্বতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই’- এমন বক্তব্য দেয়া নরসিংদী ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও আহম্মেদ সোহেলের বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। আইনজীবী ব্যারিস্ট্যার আদনান সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ১ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে নরসিংদী ডিবি পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি বলেন, ‘জামিনের কাগজপত্র ডাকযোগে হাইকোর্ট থেকে নরসিংদী কারাগারে পাঠানোর পর আগামীকাল (আজ) তিনি মুক্তি পাবেন।’
গত ৩০ নভেম্বর নরসিংদী ক্লাবে নৌকার প্রার্থী সংসদ সদস্য মো. নজরুল ইসলাম হিরুর (বীরপ্রতীক) মতবিনিময় সভায় রিমন বলেন, ‘কোনো স্বতন্ত্র-মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানতো না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে হয়, হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো।’