‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে দেশের সব শিক্ষার্থীসহ প্রত্যেক কিশোর, তরুণ, যুবককে আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। একইসঙ্গে দেশব্যাপী সিনেমাটির সর্বোচ্চ প্রচারণা নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম, সংগ্রাম-সাধনা, আত্মত্যাগ-অর্জন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল ।
এ পরিপেক্ষিতে গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীসহ প্রত্যেক কিশোর, তরুণ, যুবককে সিনেমাটি দেখার আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এতে ছাত্রনেতারা আরো বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত-আপোষহীন ভূমিকা অবদান-আত্মত্যাগের অপরূপ চিত্র ফুটে উঠবে বলে এক গভীর উন্মাদনা, উচ্ছ্বাস, আগ্রহ বিরাজমান সর্বত্র। এ সিনেমার মাধ্যমে ছাত্রসমাজ, তরুণ-যুব প্রজন্মের প্রতিনিধিরা ইতিহাসের সত্যপাঠের পাশাপাশি অজানা অনেক তথ্য জানতে পারবেন যা তাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের নবরূপায়নের রূপকার, উন্নত-আধুনিক-স্বনির্ভর-ডিজিটাল বাংলাদেশের কারিগর, বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত 'স্মার্ট বাংলাদেশ' গড়তে চূড়ান্ত অনুপ্রাণিত করবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।