শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বকবির নামে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। যে উদ্দেশ্য নিয়ে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, তার সে উদ্দেশ্য ও স্বপ্ন সফল হোক।
তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. শাহ আজম অনেক উদ্যোগ নিয়েছেন। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প ডিপিপি একনেকের বৈঠকে উঠবে।
তিনি বিশ্বকবির নামে স্থাপিত এ বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথচলার সফলতা কামনা করেন।
গত বুধবার বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রবীন্দ্র উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে স্থানীয় রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে আয়োজিত রবীন্দ্র উৎসবে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম সম্পাদিত ‘ গৌরবের বাংলাদেশ : শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থের পাঠ উন্মোচন এবং সঙ্গীত বিভাগের মিউজিক থিয়েটারের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।