শাসকগোষ্ঠী কখনো সংবাদপত্রকে ভালো নজরে দেখে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং দৈনিকশিক্ষার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।
রোববার পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৮তম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপনকালে এ মন্তব্য করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর কলেজে এ অধিবেশনের আয়োজন করা হয়।
অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, শাসকগোষ্ঠী কখনো সংবাদপত্রকে ভালো নজরে দেখে না। এ নজির ইতিহাসে নেই। সব সময় নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এ জন্য আইন সৃষ্টি করে। এ আইনের মাধ্যমে ব্রিটিশ আমল থেকেই শাসকরা সংবাদপত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।