দৈনিকশিক্ষা ডেস্ক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেছেন, সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ গঠন। আর স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকদের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা।
বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত ‘ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই মূলমন্ত্র উল্লেখ করে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা কারিকুলাম সময়োপযোগী করুন, টিচিং-লার্নিং কৌশল পরিবর্তন করুন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আউটকাম-বেইসড গবেষণা করার আহ্বান জানান ড. মো: আবু তাহের।
আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ, সাইটেশন, ইমপ্যাক্ট ফ্যাক্টর, আন্তর্জাতিক কল্যাবরেশনস, ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি লিংক-আপ ইত্যাদির পাশাপাশি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ জায়গা করে নেয়ার আরো অনেকগুলো মানদণ্ড রয়েছে উল্লেখ করে অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতীয় শিক্ষানীতি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ডেল্টাপ্ল্যান ইত্যাদি বিষয় মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। কৌশলগত একাডেমিক এবং ফিজিক্যাল মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে।
সকলে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলাম। সিভাসুর শিক্ষকদের জন্য আয়োজিত ওই কর্মশালার টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আবু তাহের।