সরকারি কলেজগুলোতে কর্মরত শিক্ষা ক্যাডারভু্ক্ত শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেছেন, শিক্ষা ক্যাডারের শিডিউলভুক্ত পদগুলো একে একে দখল করা হয়েছে।
আরো পড়ুন : প্রশাসনের পাকিস্তানি চরিত্রের পরিবর্তন ঘটেনি : শিক্ষা ক্যাডার সমিতি
শুক্রবার রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক পদে কর্মরত আছেন।
শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চনা, কাম্য সংখ্যক পদসৃজন না করা, বেতন স্কেল ও গ্রেডের নানা অসংগতি ও বৈষম্য তৈরির জন্যে প্রশাসনযন্ত্রের ভেতর লুকিয়ে থাকা সরকারবিরোধী চক্রকে দায়ী করে তিনি আরো বলেন, আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালন না করে বরং তারা বৈষম্য বৃদ্ধি করে চলেছে।
দ্রুত বিরাজমান সমস্যার সমাধান না হলে শিক্ষা ক্যাডার সদস্যদের নিয়ে সমিতি কঠোর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সভাপতি। এ সময় উপস্থিত সদস্যরা কঠোর কর্মসূচির পক্ষে সমর্থন ব্যক্ত করেন।
অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারাদেশর বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষা বিভিন্ন দপ্তরে কর্মরত দুই হাজারেরও বেশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সদস্য অংশগ্রহণ করেন। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তাদের কথা শুনেন এবং শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তারা যৌক্তিক দাবিগুলো বিবেচনা ও সমস্যাগুলোর দ্রুত সমাধান করার বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে রাতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।