অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, স্বাধীনতার মাসে পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা সন্ত্রাস, নাশকতা করে দেশকে পিছিয়ে দিতে চাচ্ছে। তাদের সে অপচেষ্টা সফল হবে না।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ ও সালাম অভিবাদন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে কুজকাওয়াজ ও সালাম অভিবাদন গ্রহণ করা হয়। সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ।