অধ্যক্ষ অপসারণের পর ক্লাসে ফিরল শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা মুফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ কেএম মাহমুদুল হাসানকে অপসারণ করা হয়েছে। এর মধ্যে দিয়ে ক্লাস বর্জনের ৮ দিন পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

গত ১২ সেপ্টেম্বর থেকে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে পদে বহাল থেকে আর্থিক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণ দাবি করে আসছিল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও এলাকাবাসী।

অধ্যক্ষ অপসারণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি পালনের ঘোষণা করেছিলেন। ওইদিন থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মাদ্রাসাটিতে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। গত বুধবার রাতে অধ্যক্ষের অপসারণের ঘোষণার পর কর্মবিরতি প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সূত্র জানায়, বিষয়টি সমাধানে গত বুধবার বিকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে রুদ্ধদার বৈঠকে বসেন মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও স্থানীয় প্রশাসন। ওই কক্ষে অধ্যক্ষ কেএম মাহমুদুল হাসানকেও রাখা হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা কাগজপত্র পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয়। বিকাল থেকে মাদ্রাসা মাঠে উপস্থিত এলাকার সহস্রাধিক জনতা অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে পরিচালনা পর্ষদের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু মাইকে উপস্থিত সবার উদ্দেশে বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত চিঠির সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষকে অপসারণ করা হলো। যে চিঠিটি এত দিন লুকিয়ে রাখা ছিল। একই সঙ্গে সহকারী প্রভাষক হাফেজ মো. বজলুর রহমানকে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো। তাছাড়া সাবেক অধ্যক্ষের অনিয়মের অভিযোগগুলো তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধান্ত ঘোষণার আগে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025179386138916