আবারো ভুল সেটের প্রশ্নে এইচএসসির পরীক্ষা

রাজশাহী প্রতিনিধি |

রাজশাহীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছে ২৩৮ পরীক্ষার্থী। রসায়ন প্রথম পত্রের পরীক্ষায় রাজশাহীর মাদার বখস গার্হস্থ অর্থনীতি কলেজ কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী শিক্ষাবোর্ডের ২০০টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ১৯৯ কেন্দ্রেই পরীক্ষা নেয়া হয়েছে সেট-২ এর ‘তারা’ নামের প্রশ্নপত্রে। শুধু রাজশাহীর মাদার বখস গার্হস্থ অর্থনীতি কলেজ কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে সেট-৪ এর ‘তিমি’ নামের প্রশ্নপত্রে।

পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ সেট ভুল হওয়ার বিষয়টি জানতে পারে। তখন শিক্ষাবোর্ডকেও বিষয়টি জানানো হয়। কিন্তু তখন আর কিছু করার ছিল না। তাই ভুল প্রশ্নপত্রেই ২৩৮ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়। কেন্দ্র সচিব সালমা শাহাদাত বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে দুটি করেই সেট পাঠানো হয়। কোন সেটে পরীক্ষা নেয়া হবে তা পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষাবোর্ড থেকে এসএমএস দিয়ে জানানো হয়। এই পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাবোর্ড থেকে এসএমএস ঠিকই এসেছে। কিন্তু ট্যাগ অফিসার হিসেবে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা সেট-৪ এর প্রশ্নপত্র বের করে দিয়ে দিয়েছেন। তবে সালমা শাহাদাত দাবি করেন, তিনি ট্যাগ অফিসারকে সেট-২ জানিয়েছিলেন।

সালমা শাহাদাত জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই তারা ভুল প্রশ্নপত্র দেয়ার বিষয়টি জানতে পারেন। এরপর শিক্ষাবোর্ডে ফোন করে পরামর্শ চাওয়া হয়। বোর্ড ওই প্রশ্নেই পরীক্ষা নিয়ে নেয়ার নির্দেশনা দেয়। এখন সেট-৪ এর প্রশ্নে এখানকার পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য তিনি শিক্ষাবোর্ডে লিখিতভাবে আবেদন করছেন।

এদিকে পরীক্ষা গ্রহণের পর নাসির ওয়াহিদ নামের এক ব্যক্তি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যান। তাদের সাক্ষাত না পেয়ে তিনি দৈনিক শিক্ষার প্রতিবেদকের কাছে আসেন। নাসির ওয়াহিদ জানান, তার বোন পরীক্ষা দিয়েছেন ভুল সেটের প্রশ্নে। রাজশাহী শিক্ষাবোর্ডের সব শিক্ষার্থীর পরীক্ষার মূল্যায়ন হবে সেট-২ এ। শুধু তার বোনসহ ২৩৮ জনের মূল্যায়ন হবে সেট-৪ এ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, একটা ভুল হয়ে গেছে। এটির আর কোন সমাধান নেই। দুই সেটের পরীক্ষার্থীদের মূল্যায়ন দুই রকম হবে, অভিভাবকদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেট-৪ এর পরীক্ষার্থীদের ‘সেভাবেই’ মূল্যায়নের জন্য বলা হবে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় রসায়ন বিষয়ের পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৮০৮ জন। এর মধ্যে ৩৭ হাজার ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ৭৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ। রাজশাহী বোর্ডে এবার সব বিষয়ের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন। 

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভুল সেটের প্রশ্নের পরীক্ষা অহরহ হচ্ছে। 


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ - dainik shiksha অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা - dainik shiksha সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে - dainik shiksha শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ - dainik shiksha এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে - dainik shiksha যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034739971160889