মাদরাসা শিক্ষা বোর্ডর রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। এ দাবিসহ মোট আট দাবিতে মানববন্ধন করেছেন তারা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আহসান হাবিব, ভারপ্রাপ্ত মহাসচিব বশির উল্লাহ আতাহারী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক আনছারী, জহরুল আলমসহ অনেকে।
মানববন্ধনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সদ্যপ্রয়াত মা রহিমা ওয়াদুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় শিক্ষকরা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে, আগামী ১০ মে এসব দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্মারকলিপি দেয়া এবং ২৮ মে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।