দেশে এখন একটা নৈরাজ্য চলছে। বাসাবাড়ি দখল হয়ে যাচ্ছে, পাড়া-মহল্লা দখল হয়ে যাচ্ছে, ব্যাংকে লুট করা হচ্ছে, দেশে এরকম পরিস্থিতি দেখার জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করিনি। কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসেনি, রাজনৈতিক দলের নেতাদের উৎপাত কেনো বাড়লো।
শুক্রবার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ছাত্ররা যে লড়াই সংগ্রাম করেছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলতেন শেখ হাসিনা পালায় না। অথচ এখন রাস্তাঘাটে স্লোগান শুনি, পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে।
গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আরো বলেন বলেন, দেশের এই বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে একটি মুক্ত আলোচনা করেন। আমরা সবাই মিলেমিশে কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটাই এখন আমাদের চিন্তাভাবনা।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের ছাত্ররা যে অর্জন করেছে তা মুছে দেয়ার জন্য একদল কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। এ অর্জন রক্ষা করার জন্য সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছি। শেখ হাসিনা তুমি যেখানেই পালিয়ে যাও বাংলার জনগণ তোমাকে ক্ষমা করবে না। আমরা তোমাকে দেশে ফিরিয়ে এনে তোমার সব অপকর্মের জন্য ফাঁসি দিবো। এরশাদ স্বৈরশাসক হলেও হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি।