জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শীর্ষ পাঁচ পদের মধ্যে তিন পদের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা। এ ছাড়া বাকি দু’টি পদের মধ্যে প্র-ভিসি (শিক্ষা) পদটি শূন্য রয়েছে। তবে এই শূন্যপদে আরেক অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন নুরুল প্রশাসন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দায়িত্ব পালন করছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. নূরুল আলম। চলতি বছরের ১৭ই এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয়ের সাময়িক ভিসি’র দায়িত্ব দেয়া হয়। তবে ২৯শে জুন চাকরির
রেজিস্ট্রার পদে ৬ জন যোগ্য প্রার্থী আবেদন করলে ৬ই জুলাই দুপুর থেকে শর্ত সাপেক্ষে রেজিস্ট্রার পদে রহিমা কানিজকেই আবারো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্র-ভিসি (প্রশাসন) পদে দায়িত্ব পালন করছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। তিনি ২০২১ সালের ৯ই জুলাই থেকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্র-ভিসি (প্রশাসন) পদে দায়িত্ব পান। তবে ২৯শে জুন চাকরির নির্ধারিত বয়স শেষ হওয়ায় বিভাগ থেকে অবসর নিয়ে প্রনরায় প্র-ভিসি (প্রশাসন) দায়িত্ব গ্রহণ করেন শেখ মো. মনজুরুল হক। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে প্রায় চার মাস ধরে প্র-ভিসি (শিক্ষা) পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন পার হলেও গুরুত্বপূর্ণ এই পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। তবে এ পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র সাবেক সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজিত কুমার মজুমদার এগিয়ে রয়েছেন। প্র-ভিসি (শিক্ষা) পদে নিয়োগের জন্য অজিত কুমারের নাম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে মুক্তিযোদ্ধাদের অবমাননা করার অভিযোগ আছে এই অধ্যাপকের বিরুদ্ধে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্তাব্যক্তিরা তাদের পছন্দমতো লোকদের ক্ষমতায় বসাচ্ছেন, অথচ তাদের চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যোগ্য অধ্যাপক ও কর্মকর্তারা থাকার পরের তাদের মূল্যায়ন না করা লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. নূরুল আলমকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা দিল আফরোজা বেগম বলেন, এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আগামী মাসের ২ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবো। তখন অভিযোগগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবো।