জাবি’র শীর্ষ পদে অবসরপ্রাপ্তরা, আরেকজনকে ঢোকানোর পরিকল্পনা

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শীর্ষ পাঁচ পদের মধ্যে তিন পদের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা। এ ছাড়া বাকি দু’টি পদের মধ্যে প্র-ভিসি (শিক্ষা) পদটি শূন্য রয়েছে। তবে এই শূন্যপদে আরেক অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন নুরুল প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দায়িত্ব পালন করছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. নূরুল আলম। চলতি বছরের ১৭ই এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয়ের সাময়িক ভিসি’র দায়িত্ব দেয়া হয়। তবে ২৯শে জুন চাকরির

নির্ধারিত বয়স শেষ হওয়ায় বিভাগ থেকে অবসর নিয়ে সাময়িক ভিসি’র দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মো. নূরুল আলম। তবে ১৩ই সেপ্টেম্বর তাকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পূর্ণ দায়িত্ব দেয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রহিমা কানিজ। গত ২৭শে জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় রহিমা কানিজকে অবসর প্রস্তুতিমূলক ছুটি থেকে প্রচলিত নিয়মে ৩০শে জুন থেকে ৫ই জুলাই বিকাল পর্যন্ত ছুটি ভোগের অনুমতি দেয়া হয়। এরপর অবশিষ্ট ছুটি বাতিল করে ৫ই জুলাই বিকাল থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর দেয়া হয়।

রেজিস্ট্রার পদে ৬ জন যোগ্য প্রার্থী আবেদন করলে ৬ই জুলাই দুপুর থেকে শর্ত সাপেক্ষে রেজিস্ট্রার পদে রহিমা কানিজকেই আবারো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।  এদিকে বিশ্ববিদ্যালয়ের প্র-ভিসি (প্রশাসন) পদে দায়িত্ব পালন করছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। তিনি ২০২১ সালের ৯ই জুলাই থেকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্র-ভিসি (প্রশাসন) পদে দায়িত্ব পান। তবে ২৯শে জুন চাকরির নির্ধারিত বয়স শেষ হওয়ায় বিভাগ থেকে অবসর নিয়ে প্রনরায় প্র-ভিসি (প্রশাসন) দায়িত্ব গ্রহণ করেন শেখ মো. মনজুরুল হক। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে প্রায় চার মাস ধরে প্র-ভিসি (শিক্ষা) পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন পার হলেও গুরুত্বপূর্ণ এই পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। তবে এ পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র সাবেক সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজিত কুমার মজুমদার এগিয়ে রয়েছেন। প্র-ভিসি (শিক্ষা) পদে নিয়োগের জন্য অজিত কুমারের নাম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে মুক্তিযোদ্ধাদের অবমাননা করার অভিযোগ আছে এই অধ্যাপকের বিরুদ্ধে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্তাব্যক্তিরা তাদের পছন্দমতো লোকদের ক্ষমতায় বসাচ্ছেন, অথচ তাদের চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যোগ্য অধ্যাপক ও কর্মকর্তারা থাকার পরের তাদের মূল্যায়ন না করা লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. নূরুল আলমকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা দিল আফরোজা বেগম বলেন, এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আগামী মাসের ২ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবো। তখন অভিযোগগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবো।


পাঠকের মন্তব্য দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024731159210205