ঢাকার তাপদাহ নিয়ন্ত্রণে আগামী দুই বছরে ২ লাখ গাছ লাগাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত তাপমাত্রা সহনশীল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) যৌথ কার্যক্রম পরিচালনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, আমি আজকে এখানে ঘোষণা দিতে চাই, আমি আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরে দুই লাখ গাছ লাগাবো। তবে এই কাজটি সফল করার জন্য আমি কমিউনিটি, পাড়া-মহল্লা, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার সাহায্য চাই। সবাইকে আহ্বান করবো আমরা এই গাছগুলো ভেঙে না ফেলি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন গাছগুলোর যত্ন করি। কারণ এই গাছগুলো একমাত্র আমাদের বাঁচাতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যালে, আড্রিয়েন আর্শট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার মরিসিও রোডাস, পরিচালক ক্যাথি বাউম্যান ম্যাকলিওডসহ অনেকে উপস্থিত ছিলেন।