তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে উদ্ধারকৃত শিক্ষার্থী নুর আলম এখন ভালো আছেন বলে জানিয়েছেন ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক ক্ষুদে বার্তায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘উদ্ধার শিক্ষার্থী নুর আলম এখন ভালো আছেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে তাকে রিলিজ দেয়া হয়েছে।’
তুরস্ক সময় সোমবার সন্ধ্যার দিকে নুর আলমকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, ‘নুর আলমের সঙ্গে আমার আজ সকালেও কথা হয়েছে এবং সে ভালো আছে। তবে আরেকজন শিক্ষার্থী গোলাম সাইদ রিংকু এখনও নিখোঁজ।’ উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল।
রিংকু আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র এবং তার বাড়ি বগুড়ায়।
এর আগে কনসাল জেনারেল জানিয়েছিলেন, ওই অঞ্চলে প্রায় ৫০ জনের মতো বাংলাদেশি বসবাস করে। তাদের মধ্যে কয়েকজন সেখানে ব্যবসা করেন। আবার অনেকে এনজিওতে চাকরি করেন।