কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার জানানো হয়েছে। এসময় সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় ছেঁয়ে গেছে বর্ষীয়ান এ রাজনীতিবিদের মরদেহ।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে গার্ড অব অনার দেন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলাম।
বিকেল চারটার পরপর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই গার্ড অব অনার দেয়া হয়। এরপর ঐক্য ন্যাপের প্রয়াত সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
পরে তাঁর মরদেহ শ্রদ্ধাঞ্জলী বেদিতে আনা হয়, পরে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। এসময় সর্বস্তরের মানুষ এ বর্ষীয়াণ রাজনীতিবিদের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করতে এসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পঙ্কজ ভট্টাচার্য একজন সংগ্রামী মানুষ ছিলেন। ৫২ -এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রে তিনি বেশ সক্রিয় ছিলেন। তিনি কখনোই লোভ-লালসার পেছনে ছোটেননি, সবকিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন। একজন রাজনীতিবিদ কেমন হওয়া প্রয়োজন তাঁর উদাহরণ পঙ্কজ ভট্টাচার্য। তাঁর রাজনৈতিক জীবন থেকে আজকের প্রজন্মের রাজনীতিবিদদের শেখার রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পঙ্কজ ভট্টাচার্য রাজনৈতিক অঙ্গনে ত্যাগের মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সব কিছু ছাপিয়ে তিনি নিজেই একজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। সকল লোভ-লালসা উঠে গিয়ে সবসময় গণমানুষের কথা বলেছেন। সেকারণে তিনি নাগরিক সমাজ ও রাজনৈতিক সমাজে বেশ ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। মানবিক, অসাম্প্রদায়িক ও ও ত্যাগী মানুষের রাজনৈতিক অঙ্গনে খুবই প্রয়োজন তাহলে একটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ সেটি শক্তিশালী হয় এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং বন্ধুত্বের বন্ধন সেটি সুদৃঢ় হয়। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণে তাঁর জীবন নিয়ে চর্চা করা খুবই জরুরী।
সন্ধ্যা ৬টায় শ্রদ্ধা নিবেদন শেষে পোস্তগোলা শ্মশানে তার মরদেহের শেষকৃত্য সম্পন্নের জন্য নওয়া হয়। এর আগে ১৭ এপ্রিল পঙ্কজ ভট্টাচার্যকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যু হয়। ৮৪ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।