চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে ও গত বুধবার বিকেলে কাজে বাধা দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইট, সিরামিকসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদ জানালেও কাজের মান ঠিক করেননি ঠিকাদার।
পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিনারুল ইসলাম বলেন, নিম্নমানের সিরামিকস ব্যবহার করে কাজ করছেন মিস্ত্রিরা। তাদেরকে একাধিকবার বলা হলেও একইভাবে কাজ করে যাচ্ছেন। তাই কলেজের কাজ যাতে সঠিকভাবে হয়, সেটি মাথায় রাখতে কাজের লোকজনকে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলেন, ‘বারবার বলার পরও কাজের মান সঠিক না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা চাই, কলেজের সামনের এই স্থাপনাটির কাজ যাতে সঠিকভাবে সম্পন্ন করা হয়। কারণ আমরা হয়তো কলেজে থাকব না; কিন্তু আমাদের কলেজের এই গেট, কলেজের প্রতিনিধিত্ব করবে।’
ঠিকাদার বাবু মণ্ডল জানান, নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। সঠিকভাবে কাজ করা হচ্ছে, অথচ কয়েকজন শিক্ষার্থী নিজেরাই বানোয়াট অভিযোগ নিয়ে কাজে বাধা দিচ্ছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ‘নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করার বিষয়ে আমাকে শিক্ষার্থীরা কিছুই জানায়নি। কাজটি যেহেতু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের, সুতরাং কাজের বিষয়টি তারাই ভালো বলতে পারবে।’
চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আল মামুন বলেন, ‘গতকাল বিকেলে প্রিন্সিপাল স্যার ফোন করে জানিয়েছেন, রাজনৈতিক কারণে ছাত্রলীগের ছেলেরা কাজে বাধা দেয়। আমি সরেজমিনে গিয়ে কাজের মান দেখে বিস্তারিত জানাতে পারব।’