নতুন শিক্ষাক্রমের ‘ভুলে ভরা’ এবং ‘বিতর্কিত’ বই বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নারী আন্দোলন। সংগঠনটি এ দাবি জানিয়ে বলেছে, সরকার ঢাকঢোল পিটিয়ে শিক্ষার উন্নয়নের যেসব ফিরিস্তি দিচ্ছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু না। ভুলে ভরা পাঠ্যবই বাতিল করে নতুন বছরের মানসম্মত বই সরবরাহের দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মিতা রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন নাহার ও সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান। একইসঙ্গে নতুন শিক্ষাক্রম বাতিল ও শিক্ষায় জাতীয় বাজেটের ৬ শতাংশ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার দৈনিক শিক্ষাডটকমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় নারী আন্দোলনের নেতারা এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, শিক্ষার হার বৃদ্ধিতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছানো ইতিবাচক ভূমিকা রেখেছে। কিন্তু শিক্ষার্থীদের হাতে ভুলে ভরা ও নিম্নমানের বই বিতরণ সেই আশা পূরণে জটিলতা সৃষ্টি করছে।
নারী নেতারা বলেন, ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যা কোন শুভ লক্ষণ নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার এতো ঢাকঢোল পিটিয়ে শিক্ষার উন্নয়নের যেসব ফিরিস্তি দিচ্ছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু না।
নেতারা শিক্ষা বাণিজ্য বন্ধের দাবিতে শিক্ষায় জাতীয় বাজেটের ৬ শতাংশ বরাদ্দ, নতুন শিক্ষাক্রম বাতিল এবং ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বছরে মানসম্মত বই সরবরাহের দাবি জানান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।