পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, ‘আমি বলেছি, তিনি (আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী) যেন সঙ্গে করে লিওনেল মেসিকেও নিয়ে আসেন। তাহলে খুব ভালো হবে।’
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বনানীতে পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) মিলনায়তনে ড. আব্দুল্লাহ শিবলী রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল ও আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। এ কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনা আমাদের পুরোনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।