রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (৯ ডিসেম্বর) জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য শেষ পর্যন্ত একটি চুক্তির প্রয়োজন হবে। ক্রেমলিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার নয় মাস পর তার এ মন্তব্য এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুতিন বলেন, 'বিশ্বাস করুন, অবশ্যই এই যুদ্ধের ফলাফল শূন্য হবে, তবে ইউক্রেনকে যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। আমি অনেকবার বলেছি, আমরা এই চুক্তির জন্য প্রস্তুত রয়েছি এবং ইউক্রেনের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় আছি।'
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে প্যারিস ও বার্লিনের সঙ্গে মিনস্ক চুক্তির বিষয়ে জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বক্তব্যের প্রতিক্রিয়ায় পুতিন এই মন্তব্য করেছেন।
মের্কেল ডিজিট সংবাদপত্রকে জানান, ২০১৪ খ্রিষ্টাব্দের চুক্তিটি ইউক্রেনের জন্য সময় কেনার একটি প্রচেষ্টা ছিল। এটি কিয়েভ তাদের 'শক্তিশালী হওয়ার ক্ষেত্রে' ব্যবহার করেছিল।
বিশকেকে পুতিন জানান, মার্কেলের বক্তব্যে তিনি হতাশ হয়েছেন। তিনি সর্বদা স্বীকার করতেন যে জার্মান সরকার তার দায়িত্ব সততার সঙ্গে পালন করছে।
পুতিন বলেন, 'এমন বক্তব্যের পর প্রশ্ন ওঠে, আমরা কীভাবে একমত হতে পারি? অন্য কেউ কি এই বিষয়ে একমত হবেন? এর নিশ্চয়তা কী?'