গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে। নিহতের নাক ও মুখে রক্তের দাগ ছিলো। বৃহস্পতিবার সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স অনুমানিক ৩৯ বছর।
এলাকাবাসী ও পুলিশ দৈনিক শিক্ষাডটকমকে জানান, গাজীপুরের দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে ভোরে ওই যুবককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ওই যুবকের শরীরে সাদা চেক সার্ট ও সোয়েটার ও জিন্সের প্যান্ট পড়া ছিল। পায়ে মোজা পড়া এবং হাঁটুর সঙ্গে লুঙ্গি প্যাঁচানো ছিল। তার নাক ও মুখদিয়ে রক্ত বের হচ্ছিলোৈ।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এছাড়া সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রযুক্তির মাধ্যমের নিহতের পরিচয় উদ্ধার করার চেষ্টা করবেন। নিহতের পরিচয় পাওয়া গেলে আরও বিস্তারিত পাওয়া যাবে। লাশটি রাস্তার পাশে পড়ে ছিল তার মুখ থেকে রক্ত পড়ে জমাট বেধে রয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।