শিক্ষার্থীদের দিয়ে কাপড় ধোয়ান প্রধান শিক্ষক

কুড়িগ্রাম প্রতিনিধি |

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরকাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখছানা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। এর একটি অভিযোগ হচ্ছে, শিশুশিক্ষার্থীদের দিয়ে প্রধান শিক্ষক সন্তানের কাপড় কাচা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণে ব্যবহার করেন।

অভিযোগে জানা গেছে, গত ২০১৫ সাল থেকে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। তবে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিয়ে ভুয়া বিল-ভাউচারে প্রতিবছর সরকারি বরাদ্দ দুই হাজার করে টাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক। ২০১৬ সালে স্লিপে বরাদ্দ ৪০ হাজার টাকা প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন না করে ভুয়া বিল-ভাউচারে আত্মসাৎ করেন। প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য আসবাবপত্র বাবদ প্রতি বছর বরাদ্দ পাঁচ হাজার করে টাকা তুলে নেন। বন্যা পরবর্তী প্রতিষ্ঠান সংস্কারে ২০১৫ সালে এক লাখ টাকা এবং ২০১৭ সালে ৪০ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠান সংস্কারে এক টাকা খরচ না করে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি ভাগাভাগি করে নেন।

প্রধান শিক্ষক রোখছানা ২০১৭ সাল পর্যন্ত ৭৫ জন ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেন। বর্তমানে ৩০ জনের মতো ভুয়া শিক্ষার্থী রয়েছে যাদের নামের বিস্কুট তুলে তিনি বাইরে বিক্রি করে দেন। বিদ্যালয়ের একটি স্টিলের শোকেস তিনি বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। শিশুদের দিয়ে তাঁর সন্তানের কাপড় কাচা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণে ব্যবহার করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক রোখছানা বেগম বলেন, ‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। শিক্ষকরা গোপনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংস্কার, স্লিপ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সরকারি বরাদ্দ পরিচালনা কমিটিকে নিয়ে যথাযথভাবে ব্যয় করা হয়েছে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক একা একা কী করেন—আমাকেও জানান না। তবে সব অভিযোগ সত্য নয়।’ এই প্রতিষ্ঠানের সাব-ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল করিম বলেন, ‘প্রধান শিক্ষকের কিছু অনিয়ম-দুর্নীতি রয়েছে। বিষয়টি আমি শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.002316951751709