শ্রেণিকক্ষ সংকটে মাঠে শিক্ষার্থীদের পাঠদান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: |

একাডেমিক ভবন না থাকায় শ্রেণিকক্ষ সংকটের কারণে খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে ফটিকছড়ির রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যালয়টি আরো নানামুখী সমস্যায় জর্জরিত।

অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়টিতে টিনের ছাউনিযুক্ত বেড়া দিয়ে তৈরি তিনটি শ্রেণিকক্ষই ভরসা। অথচ বিদ্যালয়টিতে বর্তমানে ৩৫৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শীলা নন্দী। বিদ্যালয়টি গত ২০১৩ খ্রিস্টাব্দে সরকারিকরণ হয়। কিন্ত সরকারি করণের আগে যে বেড়ার ঘর টিনের ছাউনি যুক্ত ছিল এখনো সে রকমই রয়ে গেছে। ফলে বর্ষায় ক্লাস রুমের ভেতরে অনেক স্থানে পানি পরে। ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। 

তা ছাড়া শ্রেণিকক্ষের পাশাপাশি বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের বসার বেঞ্চ, ব্ল্যাক বোর্ড, শিক্ষকদের অফিস রুম ইত্যাদির সমস্যাও প্রকট। প্রধান শিক্ষক জানান, বেঞ্চের অভাবে একটি বেঞ্চে অন্তত শিক্ষার্থীদেরকে গাদাগাদি করে বসতে হয়। এছাড়া ৬টি শ্রেণির জন্য ক্লাস রুম রয়েছে মাত্র তিনটি। এতে করে বাকি তিনটি ক্লাসের শিক্ষার্থীদের খোলা মাঠে বসিয়ে পাঠদান করাতে হয়। শিক্ষার্থীর অনুপাতে স্কুলে শিক্ষকের সংখ্যাও কম। বিদ্যালয়টিতে বর্তমানে ৫ জন শিক্ষক রয়েছেন। শিক্ষক সংকটের কারণেও শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান কষ্টসাধ্য।

এ সম্পর্কে প্রধান শিক্ষিকা শীলা নন্দী বলেন, বর্তমানে বিদ্যালয়টির প্রধান সমস্যা ভবন না থাকা। তিনি বলেন, বিদ্যালয়টির জন্য সম্প্রতি একটি ভবন নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে। তবে এখনো ভবন নির্মাণের কাজই শুরু হয়নি। বর্ষা আসার আগে ভবনটি নির্মিত না হলে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হবে বলে তিনি মন্তব্য করেন।


পাঠকের মন্তব্য দেখুন
যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি please click here to view dainikshiksha website Execution time: 0.0056920051574707