দৈনিকশিক্ষাডটকম, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় এক স্বেচ্ছাসেবক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুরো ঘরটি ভষ্মিভূত হয়। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মালোহার গ্রামের আরিফুর রহমানের ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। আরিফুর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাত আনুমানিক ১২টার দিকে আরিফ ভাইয়ের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু ততোক্ষণে সবকিছুই পুড়ে শেষ হয়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। এসময় তাদের ঘরে কোনো লোকজন ছিলো না।
নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, অগ্নিকাণ্ডের খবর দেয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ঘর পুঁড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ তালুকদার মুঠোফোনে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ বাসায় ছিলো না। আগুন কিভাবে লেগেছে জানি না। তবে কয়েকজনের কাছে ফোনে জানতে পেরেছি, আগুন লাগার পরে কয়েকজন লোক দৌঁড়ে পালিয়েছে। আগুনে ঘরসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে ঝালকাঠি জেলা বিএনপি। জেলা বিএনপির মিডিয়ার দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন দাবি করেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে।
জানতে চাইলে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।