‘বিদায়’ লিখে স্ট্যাটাসের ১০ ঘণ্টা পর ঢাবি ছাত্রলীগ নেতার মৃত্যু

ঢাবি প্রতিনিধি |

সন্ধ্যায় ফেসবুকে ‘বিদায়’ লিখে স্ট্যাটাস দেয়ার পর ১০ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিল হায়দারের মৃত্যু হয়েছে। তার সাধারণ মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও ফেসবুক স্ট্যাটাস অনেকের মাঝেই ধোঁয়াশা সৃষ্টি করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি ভাড়া বাসায় মৃত্যু হয় নাবিল হায়দারের। তার বাসা ভোলাতে, থাকতেন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রাতে রাজধানীর একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার লাশ ভাই ও বাবার হাতে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।

মৃত্যু না’কি আত্মহত্যা এ প্রশ্নের জবাবে ঢাবি প্রক্টর বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফেসবুকে স্ট্যাটাসটি দেখে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বন্ধু-বান্ধবদের অনেকের দাবি তিনি তাঁর মৃত্যুর বিষয়টি আঁচ করতে পেরেছিলেন, তাই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন। 

নাবিলের বড় ভাই তওসিফ উদ্দিন তনয় শুক্রবার সকালে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গতকাল বৃহস্পতিবার নাবিল খিলগাঁওয়ে তার এক বন্ধুর বাসায় ছিলো। ফেসবুকে তার ওই স্ট্যাটাস দেখে তার সঙ্গে যোগাযোগ করে ওই বাসায় গিয়ে দেখা করে আসি। তখন তাকে স্বাভাবিক অবস্থায় দেখতে পেয়েছি। নাবিলের এমন স্ট্যাটাসে সন্দেহ হলে তাকে আমাদের বাসায় আসতে বললে সে আসতে অস্বীকৃতি জানায়।

তিনি আরো বলেন, তখন বন্ধুরাও আমাকে আশ্বস্ত করেন যে, তারা আছেন সমস্যা নেই। পরে রাত ৮টার দিকে আমি ওই বাসা থেকে বের হয়ে আসি। তারপর ভোর রাতের দিকে তার বন্ধু আমাকে ফোন করে জানায়, নাবিল অচেতন হয়ে পড়ে আছেন। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন অনেক। এদিকে দীর্ঘ দিনের রাজনীতিতে যুক্ত থাকা ছাত্র সংগঠন ছাত্রলীগও শোক বার্তা দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩ মিনিটে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নাবিল হায়দার। সেখানে তিনি লিখেছেন ‘বিদায়’। এ পোস্টের সঙ্গে ভাঙা ফ্রেমের একটি চশমার ছবি যুক্ত করেছেন তিনি। তার ১০ ঘণ্টা পর ভোর ৬টা ১৫মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান নাবিল।


পাঠকের মন্তব্য দেখুন
প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ - dainik shiksha প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা - dainik shiksha ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ - dainik shiksha বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ - dainik shiksha ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে - dainik shiksha নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে - dainik shiksha আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে please click here to view dainikshiksha website Execution time: 0.0029809474945068