‘৪৩ লাখ মামলা নিষ্পত্তিতে মাত্র দুই হাজার বিচারক’

সাতক্ষীরা প্রতিনিধি |

বর্তমানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে প্রায় ৪৩ লাখ মামলা চলমান থাকলেও তা নিষ্পত্তিতে মাত্র দুই হাজার বিচারক আছেন বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

তিনি বলেছেন, পৃথিবীর অন্য কোথাও নেই যে, সব থেকে বেশি মামলায় কম সংখ্যক বিচারককে দিয়ে নিষ্পত্তি করতে হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে চলমান মামলার সংখ্যা প্রায় ৪৩ লাখ। বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। 

বুধবার সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন। সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ছিলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী আরো বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশের স্বাধীনতা এসেছিলো। এ সময় এক কোটি মানুষ শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিলেন। দুই লাখ মা বোনের সম্ভ্রমহানি হয়েছিলো। তাই স্বাধীনতার পাশাপাশি এসব ত্যাগের মূল্য দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধের চিন্তা ও চেতনাকে বাস্তবায়ন করতে হবে, মনে প্রাণে ধারণ করতে হবে। ৭৪ এর দুর্ভিক্ষে আমাদের দেশে অনেক মানুষ না খেয়ে মারা গেছেন। তবে এখন আমাদের দেশ কৃষিতে অনেক বিপ্লব ঘটিয়েছে। কঠোর পরিশ্রম, সততা দেশাত্মবোধ, মানবিকতাবোধ, দায়িত্ববোধ ও নিজ ধর্মের প্রতি মূল্যবোধ ছাড়া জীবনে সফলতা অর্জন করা যায় না। বিদেশে কাজ করতে যাওয়া আমাদের শ্রমিকদের রেমিটেন্স ও বাংলাদেশের গার্মেন্টস খাত আমাদের দেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিজের ভাগ্যের উন্নয়নে পরিশ্রমের কোনো বিকল্প নেই।  

সাতক্ষীরা সরকারি কলেজে নিজের শিক্ষা জীবনের স্মৃতিচারণা করে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি আরো বলেন, আপনার জীবনের সবচেয়ে সেরা সময় কোনটি, তার উত্তরে আমি নিশ্চয়ই বলবো সাতক্ষীরা কলেজে পড়াশোনার সময়। এসময় তিনি তার কলেজ জীবনের শিক্ষক অধ্যক্ষ মতিউর রহমান, উপাধ্যক্ষ আমিন খান, অধ্যাপক কলিমুল্লাহ, অধ্যাপক অরুন কুমার, তবিবুর রহমান, অলিউল্লাহ, আবুল খায়ের, এনামুল হক ও আবুল কালামের নাম স্মরণ করেন। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মো. আব্দুল আলীম আল রাজী, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ অনেকে।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুন্সি মো. মশিউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ আরো অনেকেই বক্তব্য দেন।

প্রসঙ্গত, বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে দীর্ঘ ১৭ বছরের কর্মজীবন শেষ করে গত ৩১ আগস্ট হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যান।


পাঠকের মন্তব্য দেখুন
চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে - dainik shiksha চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ - dainik shiksha সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন - dainik shiksha রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? - dainik shiksha বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে - dainik shiksha ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি - dainik shiksha প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0024960041046143