চলছে দিব্বি সব কিছু,
তবে কেন নেই শিক্ষার পিছু?
বিয়ে বাড়ি থেকে শুরু করে সরকারি,বেসরকারি অফিস আদালত চালু রয়েছে।
শুধু কি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেই করোনা ঢুকবে???
জাতি ধ্বংসের নমূনা দেখাচ্ছে এসব অপদার্থ প্রশাসন।
প্রতিদিন ব্রিফিং এ আসবে আর বলবে, সিদ্ধান্ত চলছে। আগামী অমুক তারিখে জানানো হবে।
আবার যখন অমুক তারিখ আসে, তখন বলে সিদ্ধান্ত চলছে। তমুক তারিখে জানানো হবে।
আরে ভাই, কিসব লোকদের নিয়ে প্রশাসন চালান আপনারা?
সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান নেই।
শুধু শুধু বেতন দেয়া হচ্ছে। ঐ টাকাটা এতিম ছেলে মেয়েদের দান করুন।
সরকারি স্কুলের শিক্ষক রা তো বেতন পাচ্ছেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষক রা কিভাবে দিন কাটাচ্ছেন জানা আছে আপনাদের???
সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নোটিশ দেওয়া হোক অতিদ্রুত।
Tabiatkowser, ১০ নভেম্বর, ২০২০
এরা শিক্ষা ব্যবসায়ী। এদের কথায় চিড়া ভিজবে না'। এদের ব্যবসা বন্ধ হয়েছে বলে এদের গায়ে চুলকানি হয়েছে। এরা নিজেরা নিজে ঠিক নেই, তারা আবার কিভাবে স্বাস্থ্যবিধির কথা মুখে আনে? সুতরাং যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আদৌ ঠিক হবে না।