বাল্যবিবাহ বন্ধ করার জন্য সরকার যতই করুক না কেন যতদিন পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা আসবে না, ততদিন পর্যন্ত আইন দিয়ে ও কোন কাজ হবে না।
Tabiatkowser, ২৪ নভেম্বর, ২০২০
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এ কারণে বাল্যবিবাহের হিড়িক পড়েছে। এটি একটি নিছক অজুহাত মাত্র। করুনার পূর্বেও কি বাল্যবিবাহ কখনো বন্ধ হয়েছিল? তাই তখন বন্ধ হয়নি এখন হবে কেন?
Tabiatkowser, ২৪ নভেম্বর, ২০২০
দেশের উত্তরাঞ্চল এখনো ভালোভাবে সভ্যতার মুখ দেখেনি। যার একমাত্র মূল কারণ জনগণের মধ্যে শিক্ষার অভাব রয়েছে। আর এ ধরনের সাধারন মানুষেরা তারা বর্তমানকে নিয়ে চিন্তা করে কিন্তু ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে না। এ কারণে তাদের মধ্যে দুর্দশা সদা বিরাজমান।