মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ সিদ্দিকুর রহমান, ১৫ জুন, ২০২২
আজ তাহলে বলতেই হচ্ছে আমার একটি ৩২৬/৩০৭ ধারার মামলার যুক্তি-তর্কের দিন জজ নিজে বললেন, ৩২৬ প্রমাণিত। আমার কোর্টে ন্যায় বিচারের বাণী কখনো স্তব্ধ হবে না। অথচ, রায়ের দিন বাদীকে বিস্মিত করে দিল তাঁর বিচারকার্য ১নং আসামি ব্যতীত সবাই খালাস। ১ং আসামিকে ৩২৪ ধারায় কেবল শাস্তি দিলেন দুই বছরের সাজা এবং ১০০০০/= অর্থদণ্ড। যার দরুণ আসামি আপীল করে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে!!!! এই অবস্থা হলে বিচার বিভাগের উপর কিভাবে আস্থা রাখবো?????