মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

m.khaledur rahman, ০৯ জানুয়ারি, ২০২২
স্কুল কলেজ মাদ্রাসার ইএফটি এর মাধ্যমে বেতন কি মাস নাগাদ হতে পারে? বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা অধীর আগ্রহে পথচেয়ে বসে আছে। তাই বিষয়টি জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।কারন একমাত্র দৈনিক শিক্ষাডটকম ছাড়া এই সংবাদ কোন প্রতিষ্ঠান দেয় না। তাই শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে দৈনিক শিক্ষাডটকম কে ধন্যবাদ জানাই। এম. খালেদুর রহমান প্রধান শিক্ষক, ভালকী মাধ্যমিক বিদ্যালয়,হরিনাকুন্ডু, ঝিনাইদহ।
riaz, ০৫ জানুয়ারি, ২০২২
নির্দিষ্ট সময় বেতন ছাড় হলেও ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন তুলতে ৯তারিখ বা ১০,১১ তারিখ লেগে যায়।অথচ বেতন ছারের যে অর্ডার পত্র ছাড়া হয় সেখানে একটা তারিখ দেয়া যেখানে লেখা থাকে যে শিক্ষক-কর্মচারীরা ঐ তারিখের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে।অথচ ব্যাংকে গেলে ব্যাংক থেকে বলে আপনার মোবাইলে ম্যাসেজ গেছে না গেলে টাকা তুলতে পারবেন না।প্রতিমাসে এই একই সমস্যায় পরতে হচ্ছে।
Maksudul Islam, ০৪ জানুয়ারি, ২০২২
ইএফটি কোন মাস থেকে হতে পারে?
Md.Ibrahim khalil, ০২ জানুয়ারি, ২০২২
কারিগরি এতো পিছিয়ে কেন?
Md. Anisur Rahman, ০২ জানুয়ারি, ২০২২
কারিগরি তেনার খবর কি